চুল পড়া ও খুশকি দূর করার উপায় । খুশকি দূর করার ঘরোয়া উপায়
খুশকি সমস্যা আমাদের প্রায়ই সকল মানুষের দেখা যায় । এই সমস্যা থেকে রেহাই পাইনা মহিলা, পুরুষ , বাচ্চা শিশুরা এমনকি আমাদের বাড়িতে পালন করা গৃহপালিত পশু যেমন ছাগল, কুকুর, বেড়াল এরা ও ছাড় পায়না। (ছেলেদের মাথার খুশকি দূর করার উপায়)
আজকে এই লেখাটির মাধ্যমে আপনাদেরকে বেশ কয়েকটি সমাধানের কথা বলবো যেগুলি অনুসরণ করলে আপনার খুশকি নিমিষেই সমাপ্ত হবে মানে খুশকি সমস্যার সমাধান হয়ে যাবে।
তাই আপনাদের কাছে আনুরোধ লেখাটি শেষ পর্যন্ত পড়ুন । (খুশকি দূর করার শ্যাম্পু)
শীতকালের এই শুষ্ক মৌসুমে মাথায় খুশকির সমস্যা অনেকাংশে বেড়ে যায় । খুশকির প্রকোপ যদি বেড়ে যায় তবে এ সময় আমাদের বাড়তি যত্ন নিতে হবে ।
খুশকির সমস্যা সমাধান করতে আপনারা প্রাকৃতিক উপাদান ব্যবহার করতে পারেন। খুশকি দূর করার জন্য আমাদের প্রাকৃতিক উপাদান সমুহের ব্যবহার করাই উত্তম হবে, কারণ
আমরা যেসব রাসায়নিক উপাদান ব্যাবহার করবো তা আমাদের মাথার ত্বকে ক্ষতি করতে পারে। (বাচ্চাদের খুশকি দূর করার উপায়)
এখন প্রথমেই আমরা জেনে নেবো কি করে ঘরোয়া উপায়ে খুশকি দূর করা যায়
ঘরোয়া উপায়ে খুশকি দূর করার উপায়-
আসুন জেনে নিই আপনারা কী কী করবেন আর কী কী করবেননা -
১. খুশকির সমস্যা দূর করতে আপনারা অ্যাপেল সাইডার ভিনিগার ব্যবহার করতে পারেন। সমান পরিমাণ ভিনিগার এবং জল একসঙ্গে মিশিয়ে মাথার ত্বকে কিছুক্ষণ মালিশ করুন। ১৫ মিনিট অপেক্ষা করার পরে করে তা ধুয়ে ফেলুন। এই পধতিটি সপ্তাহে দুবারের বেশি এটা ব্যবহার করা যাবে না। (খুশকি দূর করার প্রাকৃতিক উপায়)
২. নারিকেল তেল এবং লেবু খুশকি দূর করার জন্য খুব ভালো কাজ করে থাকে । দুই টেবিল-চামচ নারিকেল তেল ও সমান পরিমাণ লেবুর রস একসাথে মিশিয়ে মাথার ত্বকে মালিশ করুন আর কিছুক্ষণ পরে মাথাকে শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করে নিন। (তৈলাক্ত খুশকি দূর করার উপায়)
তবে একটি কথা মনে রাখবেন আপনাদের যাদের মাথার ত্বক সংবেদনশীল তাদের লেবু ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। (মুখের খুশকি দূর করার উপায়)
৩. গ্রিন টি ব্যাক্টেরিয়া-
এটি একটি খুশকি রোধী উপাদান সমৃদ্ধ এবং এটা মাথার ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা প্রদান করে। তাই খুশকি কমানোর জন্য আপনারা গ্রিন টি ব্যবহার করতে পারেন।
এক কাপ গরম জলে দুটা টি ব্যাগ ২০ থেকে ৩০ মিনিট ধরে ডুবিয়ে রাখুন। ঠাণ্ডা হয়ে আসলে তা মাথার ত্বকে ব্যবহার করে ২৫ থেকে ৩০ মিনিট অপেক্ষা করুন। এর পর ঠাণ্ডা পানি দিয়ে তা চুল ধুয়ে নিন। (এলোভেরা দিয়ে খুশকি দূর করার উপায়)
৪. তাছাড়া আপনারা ত্বক বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খুশকি নিরোধক শ্যাম্পু ব্যবহার করতে পারেন। (ছাগলের খুশকি দূর করার উপায়)
৫. চুল আচঁড়ানোর জন্য ‘ব্রাশের’ পরিবর্তে চিরুনি ব্যবহার করুন। মাথার ত্বক পরিষ্কার রাখতে সপ্তাহে দুবার থেকে তিনবার শ্যাম্পু ব্যবহার করা উচিত। (খুশকি দূর করার তেল)
চুলের স্বাস্থ্যের ক্ষেত্রে খুশকি একটা বড় সমস্যা! কেবলমাত্র শীতকালের শুষ্ক আবহাওয়াতেই নয়, অতিরিক্ত দূষণের ফলেও এখন অনেকেই মোটামুটি সারা বছর খুশকির সমস্যায় ভোগেন। খুশকির জন্য আরও বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। (খুশকি দূর করার ঔষধ)
অতিরিক্ত চুল ঝরে যাওয়া, চুল রুক্ষ হয়ে যাওয়া, মাথার ত্বকে (স্ক্যাল্প) নানা রকমের সংক্রমণে জন্যেও বেশিরভাগ ক্ষেত্রেই দায়ি এই খুশকি। তাই সঠিক সময়ে খুশকির সমস্যার ঠাকাতে উপযুক্ত ব্যবস্থা না নিলেই চুল অকালেই ঝরে গিয়ে মাথায় টাক হয়ে যেতে পারে! (খুশকি দূর করার প্রাকৃতিক উপায়)
খুশকির সমস্যা থেকে রেহাই পেতে বাজারে বিভিন্ন ধরনের শ্যাম্পু এবং লোশন পাওয়া যায়। তবে সেগুলিতে থাকা বিভিন্ন রাসায়নিক উপাদানের প্রভাবে উল্টে চুলেরই ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। (বাচ্চাদের খুশকি দূর করার উপায়)
তাই আসুন জেনে নেওয়া যাক এমন বেশ কিছু কার্যকরী ঘরোয়া উপায় যেগুলি খুশকির সমস্যা সমাধান সহজেই দূর করতে সক্ষম। সামান্য খরচ করে পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই খুশকির সমস্যার সমাধান করুন। (খুশকি দূর করার শ্যাম্পু)
তাহলে জেনে নিন খুশকি দূর করার উপায়গুলি...
১) টকদই:
খুশকির সমস্যা থেকে রেহাই পেতে টকদই অত্যন্ত কার্যকরী একটি উপাদান। খুশকি দূর করতে মাথার ত্বকে টকদই দিয়ে ভালভাবে বেশ কিছুক্ষণ মালিশ করুন। তারপরে ১০ থেকে ২০ মিনিট রেখে ভাল করে ধুয়ে ফেলুন। খুশকির সমস্যা পুরোপুরি সমাপ্ত না হওয়া পর্যন্ত সপ্তাহে অন্তত দু’বার এই ভাবে চুলে টকদই ব্যবহার করে দেখুন। উপকার পাবেন। (খুশকি দূর করার উপায় কি)
২) মেথি:
২-৫ চা চামচ মেথি সারারাত জলে ভিজিয়ে রেখে সকালে উঠে ছেঁকে নিয়ে ভাল করে বেটে নিন। ছেঁকে নেওয়া জল যেন ফেলে দিবেন না।
এ বার মেথি বাটা চুলের গোঁড়ায় মাথার ত্বকে ভাল করে লাগিয়ে নিয়ে ৬০ থেকে ৭০ মিনিট রেখে দিন। এর পর শুকিয়ে গেলে চুল ভাল করে ধুয়ে ফেলুন।
চুল ধোয়ার পর মেথি ভেজানো জল দিয়ে আরও একবার চুল ধুয়ে নিন। এ ভাবে সপ্তাহে ২ থেকে ৩ বার মেথি ব্যবহার করলে খুশকির সমস্যা দ্রুত দূর হবে। (খুশকি দূর করার ঘরোয়া উপায়)
৩) লেবুর রস:
২ চামচ পাতি লেবুর রস সামান্য জলের সঙ্গে মিশিয়ে মাথার ত্বকে ভালভাবে মালিশ করুন। মিনিট পাঁচেক চুলের গোড়ায় ভালভাবে মালিশ করার পর চুল ধুয়ে নিন। খুশকির সমস্যা পুরোপুরি দূর না হওয়া পর্যন্ত সপ্তাহে অন্তত ২ বার থেকে ৩ বার এই ভাবে পাতি লেবু ব্যবহার করে দেখুন। ফল পাবেন দ্রুতই । (মাথার খুশকি দূর করার উপায়)
৪) রিঠা:
চুলের সৌন্দর্য বাড়াতে রিঠা একটি অত্যন্ত কার্যকরী একটি উপাদান। খুশকির সমস্যা দূর করতেও এটি অত্যন্ত কার্যকর! রিঠা পাউডার কিংবা রিঠা সিদ্ধ জল দিয়ে চুল ভিজিয়ে ঘণ্টা খানেক রেখে দিন। (চিরতরে খুশকি দূর করার উপায়)
চুলের গোড়ায় গোড়ায় রিঠার জল ভালমতো প্রবেশ করলে তবেই ফল পাওয়া যাবে। ৫০ থেকে ৬০ মিনিট পর চুল ধুয়ে ফেলুন। এ ভাবে সপ্তাহে প্রায় ৩ বার রিঠা ভেজানো জল মাথায় মাখলে খুশকির সমস্যা দ্রুত নিয়ন্ত্রণে চলে আসবে। (চুলের খুশকি দূর করার উপায়)
৫) নারকেল তেল:
নারকেল তেল চুলের খুশকি এবং যে কোনও সমস্যা সমাধানের ক্ষেত্রে একটি অপরিহার্য উপাদান হিসেবে বিবেচিত হয় । খুশকির প্রকোপ কমাতেও এটি সমান ভাবে অত্যন্ত কার্যকর। (মাথায় খুশকি দূর করার উপায়)
এ ছাড়া চুলে গোড়ার আদ্রতা বজায় রেখে খুশকি এবং ‘স্ক্যাল্প ইনফেকশন’-এর আশঙ্কাও অনেকটাই কমিয়ে দেয় নারিকেল তেল । সপ্তাহে অন্তত ৩ বার চুলের গোড়ায় সামান্য উষ্ণ নারকেল তেলের মালিশ করলে আপনি তার ফল পাবেন হাতেনাতে। (খুশকি দূর করার কার্যকরী উপায়)
৬) পেঁয়াজের রস:
২টি মত পেঁয়াজ ভাল করে বেটে ১ মগ জলে মিশিয়ে নিন। এ বার পেঁয়াজের রস মেশানো ওই জল মাথায় লাগিয়ে ভাল করে মালিশ করুন। কিছু ক্ষণ পর উষ্ণ জল দিয়ে ধুয়ে ফেলুন। এ ভাবে সপ্তাহে অন্তত ২ থেকে ৩ বার পেঁয়াজের রস মাথার ত্বকে মাখলে খুশকির সমস্যায় দ্রুত উপকার পাবেন। (খুশকি ও ব্রণ দূর করার উপায়)